Donate Love, Spread Happiness

‘নিজের কস্টগুলো অন্যের সাথে ‘ভাগাভাগি” করলে কস্ট কমে”
আর ‘ভালোবাসা ভাগাভাগি করলে, ভালোবাসা” বেড়ে যায়।
এই কথাটা আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করতাম, গতকাল কথাটা আরো একবার উপলব্ধি করলাম।
গতকালকের ‘ভালোবাসা” দিবস অনেকেই নিজের প্রিয়জন আর পরিবার এর সাথে ‘ভালোবাসা ভাগাভাগি” করে কাটিয়েছেন, আমরা Works For Humanity এই দিনে ‘ভালোবাসা” ভাগাভাগি করলাম ঐ ‘শিশুগুলোর” সাথে যারা পরিবারের,বাবা-মায়ের ভালোবাসা থেকে বন্চিত।


এখানকার প্রতিটি শিশু মিলেই একটি পরিবার, সবাই সবার, খাওয়ার সময় সবগুলো শিশু একসাথে খাচ্ছে,সবাই এক পোশাক পড়ে পড়ছে,খেলছে, কেও যেন পিছনে পড়ে না যায়, কেও যেন বাদ না পড়ে যায় সে দিকেও সবগুলো শিশুর সমান নজর।
সত্যিই গতকাল এই শিশুদের সাথে কাটিয়ে ‘ভালোবাসা”র আসল রুপটা দেখলাম। সত্যি ‘ভালোবাসার” উপরে পৃথিবীতে কোন সম্পর্ক হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top