
Donate Love, Spread Happiness 2018
নিজের কষ্ট অন্যের সাথে ভাগাভাগি করলে কষ্ট কমে আর ভালোবাসা ভাগ করলে ভালোবাসা বাড়ে।
এই কথাটি আমি সবসময় মনে-প্রাণে বিশ্বাস করতাম, গতকাল কথাটি আরো একবার উপলব্ধি করলাম।
গতকালকের ভালোবাসা দিবসে অনেকেই নিজের প্রিয়জন, পরিবারের সাথে সময় কাটিয়েছে। আমরা Works For Humanity Foundation সংগঠনের স্বেচ্ছাসেবীরা এইদিনে ভালোবাসা ভাগ করে নিলাম সেসব শিশুদের সঙ্গে যারা পরিবার, প্রিয়জনের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন।
এখানকার প্রতিটি শিশু মিলেই একটি পরিবার। একসাথে খাওয়ার সময় সব শিশুরা একসাথে খাচ্ছে। সবাই একরকম পোশাক পরে পড়ছে, খেলছে। কেউ যেন পিছনে পড়ে না যায়! কেউ যেন বাদ না পড়ে যায়! সেদিকেও সবগুলো শিশুর সমান নজর।
গতকাল এই শিশুদের সঙ্গে সময় কাটিয়ে ভালোবাসার আসল রুপ দেখলাম, সংজ্ঞা বুঝলাম।
— সুমাইয়া আফরিন, স্বেচ্ছাসেবী